Breaking News
Home / Exclucive / প্রভা ও সানি লিওনকে হার মানালো আখি আলমগিরের দুই মিনিটের নোংরা স্কেন্ডেল ভিডিও

প্রভা ও সানি লিওনকে হার মানালো আখি আলমগিরের দুই মিনিটের নোংরা স্কেন্ডেল ভিডিও

প্রভা ও সানি লিওনকে হার মানালো আখি আলমগিরের দুই মিনিটের নোংরা সেক্স ভিডিও

বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর ।

এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা।
ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে। প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।

দেখুন তার পর মন্তব্য করুন পরবর্তী আপডেট পেতে পেইজ এ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।

কম বয়সীদের মেলামেশায় বাড়ে আয়ু

‘কম বয়সীদের মেলামেশায় বাড়ে আয়ু’- মাদক, ধূমপান ও অতিরিক্ত ওজনের মতো একাকিত্বও কম বয়সীদের মৃত্যুর কারণ হতে পারে। একাকিত্ব কম বয়সীদের এতটাই ঘিরে রাখে- ধীরে ধীরে তাদের শরীর ভাঙতে শুরু করে। সেসঙ্গে স্ট্রেস লেভেলও বেড়ে যায়। এর কারণে মস্তিষ্ক ও হার্টে মারাত্মক চাপ পড়ে। তবে ভয়ের কিছু নেই। বন্ধু-বান্ধবী, সঙ্গী বা আপনজনদের সঙ্গে মেলামেশা বাড়ালে স্ট্রেস লেভেল কমতে শুরু করে।

শুধু তাই নয়, মস্তিষ্কে বিশেষ কিছু হরমোনের ক্ষরণে মন খারাপও কমতে শুরু করে। এটা মন ভালো করে দেয়। হাসিখুশি মন মৃত্যুর বদলে আয়ু বাড়িয়ে দিতে পারে।

সম্প্রতি একদল মার্কিন গবেষক একটি রিপোর্ট প্রকাশ করেছেন, সেখানে দেখা গেছে- একাকিত্ব দ্রুত আয়ু কমিয়ে দেয়। শুধু তাই নয়, কম বয়সে হঠাৎ মারা যাওয়ার আশঙ্কাও বাড়ায় একা থাকার অভ্যাস।

গবেষণায় দেখা যায়, অনেক কিশোর-কিশোরী বা তরুণ-তরুণী বাবা-মা বা পরিবারের সঙ্গে থাকার সুযোগ পায় না। বড় শহরে পড়াশোনা, কোনো দূর দেশে চাকরি, সেসঙ্গে চাকরির চাপে বন্ধু-বান্ধবীদের সঙ্গেও দূরত্ব বেড়ে যায়।

এভাবে একাকিত্ব এতটাই গ্রাস করে- ধীরে ধীরে শরীর ভাঙতে শুরু করছে। সেইঙ্গে স্ট্রেস লেভেল বাড়ার কারণে মস্তিষ্ক ও হার্টে মারাত্মক চাপ পড়ে। ফলে মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে আসে তাদের জীবনে।

তবে মার্কিন গবেষক প্রফেসর জুলিয়েনা হল্টের মৃত্যুর কালো মেঘ সরাতে সঙ্গীর সঙ্গে মেলামেশার ওপর জোর দিয়েছেন।

প্রফেসর জুলিয়েনার মতে, মেলামেশা বাড়ালে স্ট্রেস লেভেল কমতে শুরু করে। শুধু তাই নয়, মস্তিষ্কে বিশেষ কিছু হরমোনের ক্ষরণের কারণে মন খারারও কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই শরীর চাঙ্গা হয়।

প্রায় ৩ লাখ মানুষের ওপর করা এ গবেষণায় দেখা গেছে, যারা প্রতিনিয়ত মানুষের সঙ্গে মেলামেশা করেন, তাদের সময়ের আগে মারা যাওয়ার আশঙ্কা প্রায় ৫০ শতাংশ কমে যায়।

হয়তো চাকরি ছেড়ে বাবা-মায়ের কাছে ফেরত যাওয়া সম্ভব নয়। কিন্তু প্রতিদিন অফিস থেকে ফিরে কফিহাউজে বন্ধু-বান্ধবীদের সঙ্গে জমিয়ে আড্ডা দেয়া যেতে পারে।